Tuesday, February 26, 2013

শিবির ও শাহবাগীদের মধ্যে চলছে সাইবার যুদ্ধ........


শিবির ও শাহবাগীদের মধ্যে চলছে সাইবার যুদ্ধ৷৷ আইসিটি নিউজ ডেস্ক ৷ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং শাহবাগ আন্দোলনকারীদের মধ্যে চলছে সাইবার যুদ্ধ । দুইপক্ষের আক্রমন এবং পাল্টাআক্রমনে দেশের ভার্চুয়াল জগতএখন উত্তপ্ত । শুক্রবার রাতে শিবিরের ওয়েবসাইট shibir.org.bd হ্যাক করে শাহবাগ আন্দোলনকারীদের জন্য উৎসর্গ করেন XTOR নামেরএকটি হ্যাকার গ্রুপ ।
শিবির ওয়েবসাইটের বার্তায় তারা সাইবার যুদ্ধের ঘোষনা দেন । আজ দুপুরের পরে শিবির কর্মীরা তাদের ওয়েবসাইটটি উদ্ধার করতে সক্ষম হয় । পাল্টা আক্রমনে শনিবার প্রথমপ্রহরেই বাংলাদেশ সরকারের তথ্য-ভাণ্ডার নামে পরিচিত জাতীয় ই-তথ্য কোষ infokosh.bangladesh.gov.bd হ্যাক করেছেন মুসলিম সাইবার সেলজ টিম নামে এক হ্যাকার গ্রুপ । ই-তথ্য কোষ এর ওয়েবসাইট হ্যাক করে এরহোমপেজ ব্লাক আউট করে সেখানে হ্যাকার দলটি নিজেদের লোগো সেঁটে দিয়েছে, ‘আমরা ভালোবাসিআপনার তৈরি করা নিরাপত্তাকে ভেঙে দিতে ‘উই লাভ টু ব্রেক দ্য সিকিউরিটিস ক্রিয়েট ইউ’। যদিও হ্যাক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যই ওয়েবসাইটটি উদ্ধার করা হয় । সাইবার জগতে নিজেদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লড়ে যাচ্ছে হ্যাকার দলগুলো ।

No comments:

Post a Comment