Tuesday, February 26, 2013

সিলেটে গুলিবিদ্ধ শিবিরনেতাসহ ২ জনের মৃত্যু.....


বড়লেখা প্রতিনিধি:-সিলেটে পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধশিবির নেতা আলী আজগর খান রাহাত সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন।
মদন মোহন কলেজের ছাত্রশিবির নেতা আলী আজগর খান রাহাত সিলেটের দণি সুরমার কায়স্থারাইলের বাসিন্দা। তিনি ছাত্রশিবির দণি সুরমার সাবেক সভাপতি ও সিলেট মহানগরের সহকারী ছাত্রকল্যাণ সম্পাদক।
গত ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে নগরীর চৌহাট্টা থেকে শিবির মিছিল বের করে। মিছিলটি নয়াসড়কের দিকে অগ্রসর হতে চাইলে নির্বিচারে গুলি চালায় পুলিশ। পুলিশের একটি গুলি রাহাতের বুকের বাম পাশ দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যায়। এতে তার বুক ঝাঁঝরা হয়ে যায়। দ্রুত মোটরসাইকযোগে তাকে সিলেট ওসমানী মেডিক্যালকলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যায়। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার এ্যাপলো হাসপাতালে পাঠানো হয়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আমাদের সংবাদদাতা জানান, সিলেটে পুলিশের গুলিতে আহত যুবক আব্দুর রহমান সুহিনও মারা গেছেন। রোববার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। শুক্রবার সিলেট নগরীর চৌহাট্রা এলাকায় পুলিশের সঙ্গে উলামাদেরসংঘর্ষকালে গুলিবিদ্ধ হন সুহিন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, রাত ১০ টার দিকে সুহিন মারা যান। নিহত সুহিনের বাড়ি সিলেট নগরীর নয়াসড়ক এলাকায়। সুহিন কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলেন না বলে তার পরিবার দাবি করেছে।

No comments:

Post a Comment