জুড়ি প্রথিনিদিঃ
জনতার প্রতিরোধের মুখে জুড়ীতে একটি ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। ঘটনাটি উপজেলার সাগরনাল ইউনিয়নের হোসেনাবাদ গ্রামেশনিবার রাতে ঘটেছে।
বাড়ী মালিক ও এলাকাবাসী জানান, শনিবার রাত ১টার দিকে ৭/৮ জনের একটি ডাকাতদল উপজেলার সাগরনাল ইউনিয়নের সীমান্তবর্তী হোসেনাবাদ গ্রামে সাবেক ইউপি সদস্য ছুরতুন নেছার বাড়ীতে হানা দেয়। ডাকাতরা বাড়ীর গেটের গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশের চেষ্টা করে। এ সময়লোকজন ঘটনাটি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিলে চারদিক থেকে লোকজন ছুটে আসলে ডাকাতরা আতœরক্ষার্থে নদী পার হয়ে সীমান্তের ওপারে চলে যায়। এঘটনায় স্থানীয় জনমনে আতংক দেখা দিলে আশপাশের বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে রাতভর পাহারা দিয়ে কাটান। জুড়ী থানার টহল পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারিরাতে জুড়ীতে ডাকাত প্রবেশ করেছে মর্মে গুজব ছড়িয়ে পড়লে উপজেলার সর্বত্র জনমনে অজানা আতংক দেখা দেয়।যদিও সে রকম কোন ঘটনা ঘটেনি, তবুও এখন পর্যন্ত লোকজন ডাকাত আতংকে ভোগছেন।
জনতার প্রতিরোধের মুখে জুড়ীতে একটি ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। ঘটনাটি উপজেলার সাগরনাল ইউনিয়নের হোসেনাবাদ গ্রামেশনিবার রাতে ঘটেছে।
বাড়ী মালিক ও এলাকাবাসী জানান, শনিবার রাত ১টার দিকে ৭/৮ জনের একটি ডাকাতদল উপজেলার সাগরনাল ইউনিয়নের সীমান্তবর্তী হোসেনাবাদ গ্রামে সাবেক ইউপি সদস্য ছুরতুন নেছার বাড়ীতে হানা দেয়। ডাকাতরা বাড়ীর গেটের গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশের চেষ্টা করে। এ সময়লোকজন ঘটনাটি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিলে চারদিক থেকে লোকজন ছুটে আসলে ডাকাতরা আতœরক্ষার্থে নদী পার হয়ে সীমান্তের ওপারে চলে যায়। এঘটনায় স্থানীয় জনমনে আতংক দেখা দিলে আশপাশের বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে রাতভর পাহারা দিয়ে কাটান। জুড়ী থানার টহল পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারিরাতে জুড়ীতে ডাকাত প্রবেশ করেছে মর্মে গুজব ছড়িয়ে পড়লে উপজেলার সর্বত্র জনমনে অজানা আতংক দেখা দেয়।যদিও সে রকম কোন ঘটনা ঘটেনি, তবুও এখন পর্যন্ত লোকজন ডাকাত আতংকে ভোগছেন।

No comments:
Post a Comment