Wednesday, February 20, 2013

বড়লেখায় সক্রিয় হচ্ছে জঙ্গী সংগঠন হিযবুত তওহীদ..........!!

বড়লেখায় সক্রিয় হয়ে উঠছে পুলিশের তালিকায় জঙ্গী সংগঠন হিসেবে চিহ্নিত হিযবুত তওহীদের সদস্যরা। বেশ কিছুদিন আগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিযবুত তাহরীরের সদস্যরা উপজেলায় সিডি ও জিহাদি বই বিক্রি করেছে বলে সূত্র জানিয়েছে। গত শনিবার দুপুরে অজ্ঞাত পরিচয়ের এক যুবক বড়লেখা পৌর শহরে একটি অখ্যাত পত্রিকার আড়ালে হিযবুত তওহীদের প্রচারপত্র বিলি করছিল। বিষয়টি পুলিশকে জানানো হলেও পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। প্রত্যড়্গদর্শীসহ একাধিক সূত্র জানায়, গত শনিবার সকাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবক প্রায় অন্তত ১ হাজার পত্রিকার কপি নিয়ে হকারের মতো ‘দৈনিক নিউজ’ নামের একটি অখ্যাত পত্রিকার আড়ালে প্রচারপত্র বিলি করছিল। পত্রিকার তৃতীয় পৃষ্ঠায় ‘হেযবুত তওহীদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলড়্গে বিশেষ ক্রোড়পত্র, প্রতিষ্ঠাতা এমামুযযামান মোহাম্মদ বায়াজীদ খান পন্নী’ লেখাসংবলিত প্রচারপত্রটি বিলি করে। পৌর শহরের বিভিন্ন দোকানসহ উপজেলার বিভিন্ন এলাকায় ওই যুবকটি প্রচারপত্র বিলি করে বলে সূত্র জানায়। অনেকেই তার নাম জিজ্ঞাসা করলেও সে কিছুই জানাইনি। তবে সে কক্সবাজার থেকে এখানে এসেছে বলে বিভিন্ন দোকানের ব্যবসায়ীদের জানিয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানালে এসআই দীলিপ কান্ত নাথের নেতৃত্বে একদল পুলিশ পৌর শহরের স্বাদ মিষ্টিঘরের সামনে যায়। কিন্তু রহস্যজনক কারণে এসআই দীলিপ কান্ত নাথ তাকে ছেড়ে দেন। এ ব্যাপারে এসআই দীলিপ কান্ত নাথ বলেন, আমরা ঘটনাস্থলেগেলেও তাকে সাংবাদিক মনে করে পদড়্গেপ নেইনি। তবে বিষয়টি ডিবি পুলিশকে অবহিত করা হয়েছে।
ওই প্রচারপত্রে হিযবুত তওহীদের সংগ্রাম কিসের লড়্গ্যে, এমামুযযামান মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর সংড়্গিপ্ত পরিচয়, প্রকৃত এসলামের সন্ধান লাভ, আল্লাহ হিযবুত তওহীদ গঠন করলেন, মানবজাতির প্রতি তওহীদের আহবান, দাজ্জালের বিরম্নদ্ধে দাঁড়ালো হিযবুত তওহীদ, হিযবুত তওহীদের প্রত্যেকে জীবন্ত অবস্থাতেই দুই শহীদ, আল্লাহর মো’জেজা: হিযুবত তওহীদের বিজয় ঘোষণা, তওহীদের কয়েকটি মূলনীতি, হিযবুত তওহীদের কর্মসূচি : দ্বীন প্রতিষ্ঠার একমাত্রকর্মসূচি এবং আল্লাহর দেয়া ৫ দফা কর্মসূচির ব্যাখ্যা ইত্যাদি পয়েন্টআকারে লেখা ছিল। সবগুলো ম্যাসেজের একটিই উদ্দেশ্য মানুষকে জিহাদের দিকে অগ্রসর করা। বিষয়টি নিয়ে পুরো উপজেলায় তোলপাড় চলছে। অনেকে নানা সমালোচনাও করছেন।
পত্রিকার নিচে যোগাযোগের নাম্বার দেয়া ছিল ০১৬৭০-১৭৪৬৪৩, ০১৭১১-০০৫০২৫ এবং ওয়েভ সাইট িি.িযবুনঁঃঃধযিববফ.পড়স। যোগাযোগ করলে সংগঠনের ঢাকা অফিস বলে জানান অপরপ্রান্ত থেকে ফোন রিসিভকারী জনৈক ব্যক্তি।
পত্রিকার রেজি : ডিএ ৬০৩১, বর্ষ-২, সংখ্যা-২০ লেখা ছিল ২য় পৃষ্ঠার ওপরে। পত্রিকাটির সম্পাদক হুমায়ুন কবির, প্রকাশক বাবুল আকতার মঞ্জুর, ১৪৭ বেউথা রোড, মানিকগঞ্জ-১৮০০ থেকে প্রকাশিত ও বিএস প্রিন্টিং প্রেস, ২ আর.কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত। পত্রিকায় প্রকাশের সত্যতাযাচাই করতে যোগাযোগ করলে প্রকাশক বাবুল আক্তার মঞ্জুর এ প্রতিনিধিকে জানান, এটা একটি বিজ্ঞাপন। এরপর আর কথা বলতে রাজি হননি।

No comments:

Post a Comment