Wednesday, February 27, 2013

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বড়লেখা প্রেসক্লাবের প্রতিবাদ.........

যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের দোসর জামায়াতে ইসলামী তাদের সমমনা গোষ্ঠী এবং পুলিশ কর্তৃক পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর আক্রমণ ও হামলার প্রতিবাদে বড়লেখা প্রেসক্লাবের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় দিশারী লাইব্রেরীতে প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সাংবাদিকদের ওপর আক্রমণকারীদের চিহ্নিত করে তাদের দ্রম্নত গ্রেপ্তারও বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কালের কণ্ঠ প্রতিনিধি লিটন শরীফ, যুগানত্মর প্রতিনিধি আব্দুর রব, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ইকবাল হোসেন স্বপন, উত্তরপূর্ব’র উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক বড়কণ্ঠের বার্তা সম্পাদক জালাল আহমদ, সিলেট সুরমা প্রতিনিধি তপন কুমার দাস।

No comments:

Post a Comment