বড়লেখা প্রতিনিধি
:-মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-চাতলাপুর স্থল শুল্ক বন্দর সড়কের কানিহাটি চা বাগান সংলগ্ন জোড়া সেতুর উপর ভাঙ্গা পাথরবোঝাই ট্রাক আটকা পড়ে। সেতুর উপর পাথর বোঝাই ট্রাক আটকা পড়ায় দু’দিন ধরে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকায় ভারতে রপ্তানিকৃত পণ্য বোঝাই ট্রাকসহ সমুহ আটকা পড়ে আমদানি রপ্তানি বন্ধ।
গত ২৩ ফেব্র“য়ারি শনিবার সন্ধ্যায় দু’টি সিএনজিকে ক্রস করতে গিয়ে ট্রাকটি দুর্ঘটনা কবলিত হয়। জানা যায়, সিলেট থেকে আসা ভারতে রপ্তানিকৃত ভাঙ্গা পাথরগামীএকটি ট্রাক শমশেরনগর-চাতলাপুর স্থল শুল্ক বন্দর সড়ক দিয়ে ভারতের উত্তর ত্রিপুরার কৈলাসহরে রপ্তানির জন্য যাচ্ছিল। কানিহাটি চা বাগান সংলগ্ন জোড়া সেতু অতিক্রম করার সময় দু’টি সিএনজিকে ক্রস করতে গিয়ে ভাঙ্গা পাথর বোঝাই একটি ট্রাকের যন্ত্র ভেঙ্গে সেতুৃর উপর কাত হয়ে পড়ে। এমনিতেই জোড়া এ সেতুটি ঝুঁকিপূর্ণ তার উপর শনিবার সেতুর উপর পাথর বোঝাইট্রাক আটকা পড়ায় ঝুঁকি আরওবেড়ে গেছে। সরেজমিন গিয়ে দেখা যায়, যে কোন সময়ে পুরাতন এ সেতুটি ভেঙ্গে যেতেপারে। এ ঘটনার পর শনিবার সন্ধ্যার পর থেকে সরাসরি চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে সড়কে যাগাযোগ বন্ধ রয়েছে। সেতুর উপরের এক পাশ দিয়ে রীতিমত ঝুঁকি নিয়ে মোটরসাইকেল ও ছোট সিএনজি অটোরিক্সা চলাচল করলেও প্রাইভেট কার, মাইক্রোবাস, যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে।
সেতুর পশ্চিম দিকে ভারতে রপ্তানির জন্য আসা পণ্যবাহী ১০টি ট্রাক আটকা পড়ে আছে। রপ্তানী কারক প্রতিষ্ঠানের প্রতিনিধি নন্তু দাশ ও খন্দকার আতিক সেলিম বলেন, প্রতিদিনই এ সড়ক ব্যবহার করে বাংলাদেশ থেকে গড়ে ১৫ ট্রাক পণ্য ভারতের উত্তর ত্রিপুরায় রপ্তানি করা হয়। শনিবার সন্ধ্যা থেকে একটি ট্রাক সেতুর উপর দূর্ঘটনা কবলিত হলে দুই দিন ধরে চাতলাপুর স্থল শুল্ক ষ্টেশন দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। দূর্ঘটনাস্থল পরিদর্শণে আসাসড়ক ও জনপথের কর্মকর্তা দেবাশীষ দে জানান, সেতুটি এমনিতেই ঝুঁকিপূর্ণ। শনিবারথেকে ট্রাক আটকা পড়ায় এখন জরুরী ভিত্তিতে দূর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে সরাসরি সড়ক যোগাযোগ চালু করার চেষ্টা করা হচ্ছে।
:-মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-চাতলাপুর স্থল শুল্ক বন্দর সড়কের কানিহাটি চা বাগান সংলগ্ন জোড়া সেতুর উপর ভাঙ্গা পাথরবোঝাই ট্রাক আটকা পড়ে। সেতুর উপর পাথর বোঝাই ট্রাক আটকা পড়ায় দু’দিন ধরে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকায় ভারতে রপ্তানিকৃত পণ্য বোঝাই ট্রাকসহ সমুহ আটকা পড়ে আমদানি রপ্তানি বন্ধ।
গত ২৩ ফেব্র“য়ারি শনিবার সন্ধ্যায় দু’টি সিএনজিকে ক্রস করতে গিয়ে ট্রাকটি দুর্ঘটনা কবলিত হয়। জানা যায়, সিলেট থেকে আসা ভারতে রপ্তানিকৃত ভাঙ্গা পাথরগামীএকটি ট্রাক শমশেরনগর-চাতলাপুর স্থল শুল্ক বন্দর সড়ক দিয়ে ভারতের উত্তর ত্রিপুরার কৈলাসহরে রপ্তানির জন্য যাচ্ছিল। কানিহাটি চা বাগান সংলগ্ন জোড়া সেতু অতিক্রম করার সময় দু’টি সিএনজিকে ক্রস করতে গিয়ে ভাঙ্গা পাথর বোঝাই একটি ট্রাকের যন্ত্র ভেঙ্গে সেতুৃর উপর কাত হয়ে পড়ে। এমনিতেই জোড়া এ সেতুটি ঝুঁকিপূর্ণ তার উপর শনিবার সেতুর উপর পাথর বোঝাইট্রাক আটকা পড়ায় ঝুঁকি আরওবেড়ে গেছে। সরেজমিন গিয়ে দেখা যায়, যে কোন সময়ে পুরাতন এ সেতুটি ভেঙ্গে যেতেপারে। এ ঘটনার পর শনিবার সন্ধ্যার পর থেকে সরাসরি চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে সড়কে যাগাযোগ বন্ধ রয়েছে। সেতুর উপরের এক পাশ দিয়ে রীতিমত ঝুঁকি নিয়ে মোটরসাইকেল ও ছোট সিএনজি অটোরিক্সা চলাচল করলেও প্রাইভেট কার, মাইক্রোবাস, যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে।
সেতুর পশ্চিম দিকে ভারতে রপ্তানির জন্য আসা পণ্যবাহী ১০টি ট্রাক আটকা পড়ে আছে। রপ্তানী কারক প্রতিষ্ঠানের প্রতিনিধি নন্তু দাশ ও খন্দকার আতিক সেলিম বলেন, প্রতিদিনই এ সড়ক ব্যবহার করে বাংলাদেশ থেকে গড়ে ১৫ ট্রাক পণ্য ভারতের উত্তর ত্রিপুরায় রপ্তানি করা হয়। শনিবার সন্ধ্যা থেকে একটি ট্রাক সেতুর উপর দূর্ঘটনা কবলিত হলে দুই দিন ধরে চাতলাপুর স্থল শুল্ক ষ্টেশন দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। দূর্ঘটনাস্থল পরিদর্শণে আসাসড়ক ও জনপথের কর্মকর্তা দেবাশীষ দে জানান, সেতুটি এমনিতেই ঝুঁকিপূর্ণ। শনিবারথেকে ট্রাক আটকা পড়ায় এখন জরুরী ভিত্তিতে দূর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে সরাসরি সড়ক যোগাযোগ চালু করার চেষ্টা করা হচ্ছে।

No comments:
Post a Comment