বড়লেখায় ট্রাক্টর চাপায় নিহত স্কুলছাত্র
আব্দুলস্নাহ আল মাছুমের লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদনত্ম শেষে গত
বুধবার তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ। এলাকাবাসী ও থানা
পুলিশ সূত্র জানায়, গত ২৭ জানুয়ারি ক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
চতুর্থ শ্রেণীর ছাত্র আব্দুলস্নাহ আল মাছুম (১০) জ্যোতিরবন্দ গ্রামের আব্দুস
শুক্কুরের ট্রাক্টর চাপায় নিহত হয়। প্রভাবশালীদের চাপে ময়না তদনত্ম ছাড়াই
লাশ দাফন করতে বাধ্য হয় নিহতের পরিবার। পরবর্তীতে নিহতের মা সারিয়া বেগম গত
৩ ফেব্রম্নয়ারি বড়লেখা আদালতে ট্রাক্টর মালিক আব্দুস শুক্কুর, আওয়ামীলীগ
নেতা তাজ উদ্দিন লতাসহ ট্রাক্টরের ড্রাইভার ওহেল্পারকে আসামী করে হত্যা
মামলা করেন। আদালত আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন। গত মঙ্গলবার
লাশ উত্তোলনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল আলম ওবড়লেখা থানার এসআই
রজব আলীসহ নিহত স্কুলছাত্রের অভিভাবকরা উপস্থিত ছিলেন। ময়না তদনত্ম শেষে গত
বুধবার দুপুরে নিহতের নিহতের লাশ মায়ের কাছে হসত্মানত্মর করা হয়। নিহত
স্কুলছাত্রের মাতা সারিয়া বেগম ও মামা খায়রম্নল ইসলাম অভিযোগ করে বলেন,
মামলাতুলে নেওয়ার জন্য অন্যতম আসামী আওয়ামীলীগ নেতা তাজ উদ্দিন লতা তাদেরকে
অব্যাহত হুমকি দিচ্ছেন। প্রভাবশালীদের অব্যাহত হুমকি-ধমকিতে চরম
নিরাপত্তাহনতায় ভুগছেন।
প্রসঙ্গত, জুড়ী উপজেলার বড়ধামাই গ্রামের দুবাই প্রবাসী আব্দুর রহমানের ছেলেআব্দুলস্নাহ আল মাছুম বড়লেখাউপজেলার দড়্গিণভাগ ইউনিয়নের আরেঙ্গাবাদ গ্রামে নানা বাড়িতে থেকে লেখাপড়া করতো।
প্রসঙ্গত, জুড়ী উপজেলার বড়ধামাই গ্রামের দুবাই প্রবাসী আব্দুর রহমানের ছেলেআব্দুলস্নাহ আল মাছুম বড়লেখাউপজেলার দড়্গিণভাগ ইউনিয়নের আরেঙ্গাবাদ গ্রামে নানা বাড়িতে থেকে লেখাপড়া করতো।
No comments:
Post a Comment