Saturday, February 23, 2013

সিলেটে প্রাথমিকে বৃত্তি পেল সিলেটে ৩ হাজার ৮৩৬, সারাদেশে ৫৪ হাজার ৫৩০ জন.........

প্রাথমিক শিা সমাপনীতে এবার সিলেটে ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এবং সারা দেশে বৃত্তি পেয়েছে ৫৪ হাজার ৫৩০ জন শিার্থী। প্রাথমিক ও গণশিা মন্ত্রী আফছারুল আমীন বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ২১ হাজার ৯৮০ জন মেধাবৃত্তি (ট্যানেন্টপুল) এবং ৩১ হাজার ৪৬৮ জন সাধারণ বৃত্তির জন্য মনোনীত হয়েছে। এছাড়া সম্পূরক বৃত্তি (নির্দিষ্ট ওয়ার্ডে কোটা পূরণ না হলে অন্য ওয়ার্ড থেকে বৃত্তি) দেয়া হয়েছে এক হাজার ৮২ জনকে। ২০১২ সালের প্রাথমিক শিা সমাপনী পরীার ফলাফলের ওপর ভিত্তি করে বৃত্তিপ্রাপ্তদের এই তালিকা করা হয়েছে। ২৬ লাখ ৪১ হাজার ৯০৩ জন অংশ নিয়ে এ পরীায় ২৪ লাখ ১৫ হাজার ৩৪১ জনউত্তীর্ণ হয়।
মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিার্থী প্রতি মাসে দুইশ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে দেড়শ টাকা করে পাবে। এছাড়া বৃত্তিপ্রাপ্ত সবাই বছরে এককালীন দেড়শ টাকা করে পাবে।
মন্ত্রী জানান, এ বছর ঢাকা বিভাগে ১৬ হাজার ৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১ হাজার ২১ জন, রাজশাহীতে ৭ হাজার ৬৭৩ জন, খুলনায় ৬ হাজার ১৯৭ জন, রংপুরে ৫ হাজার ৯৮৮ জন, সিলেটে ৩ হাজার ৮৩৬ জন এবং বরিশাল বিভাগে ৩ হাজার ৮০৬ শিার্থী বৃত্তি পেয়েছে।
শিা মন্ত্রণালয় বরাদ্দ বাড়ালে বৃত্তির সংখ্যা আরো বাড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিা সচিব এম এম নিয়াজউদ্দিন, প্রাথমিক শিা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
মোবাইল ফোনে বৃত্তির ফল জানতে মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে লিখতে হবে উচঊ; তারপর স্পেস দিয়ে ‘থানা কোড’ টাইপ করে আরেকটি স্পেস দিয়ে ‘রোল’ লিখতে হবে। এরপর আরেকটি স্পেস দিয়ে ‘পাসের বছর’ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এরপর ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

No comments:

Post a Comment