Sunday, March 10, 2013

কাঁঠাল তলীতে জাগরণ সমাজ কর্লান যুব সঙ্গ এর পক্ষ থেকে সোনার বাংলা ক্রিকেট ক্লাবকে সংবর্ধনা প্রদান ....

কাঁঠাল তলী প্রতিনিধি:-
গত ০২ মার্চ বড়লেখা ক্রিকেট প্লেয়ার এসেসিয়েসন কর্তিক আয়োজিত সাব্বির আহমেদ ক্রিকেট লীগ এর ফাইনাল খেলায় সোনারবাংলা ক্রিকেট ক্লাব, বড়লেখার জুনিয়োর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে বড়লেখা ক্রিকেট এর সর্বচ্ছ খেতাব অর্জন করে।

বড়লেখার সর্বচ্ছ ক্রিকেট আসর সাব্বির আহমেদ ক্রিকেট লীগ ১২/১৩ সাল এর চেম্পিইয়ান সোনার বাংলা ক্রিকেট ক্লাবকে কাঠালতলীর ঐতিজ্যবাহি সঙ্ঘটন জাগরন সমাজ কল্যান যুব সঙ্গ পক্ষ থেকে আজ শনিবার আনুষ্টানিক ভাবে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুস্টানে কাঠালতলির বিশিষ্ট ক্রিড়া সঙ্ঘটক বৃন্দ উপস্থিত ছিলেন। সাহরিয়ার জামান খালেদ এর উপস্থাপনায় এবং সায়েম আহমেদ রুহিন এর সভাপতিত্যে সংবর্ধনা অনুস্টানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন কাঠালতলী বাজারের বনিক সমিতির সভাপতি আব্দুল লতিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রিড়া সঙ্ঘটক এনাম আহমেদ,আসরাফ আহমেদ,ফুলু আহমেদ প্রমুখ।
সভায় সকল বক্তা সোনার বাংলা ক্রিকেট ক্লাব এবং কাঠালতলী ক্রিকেটের শুভ কামনা করেন।
সভা শেষে সংবর্ধিতদের হাতে একটি ক্রেস্ট তুলে দেয়া হয়।
সাব্বির আহমেদ ক্রিকেট লীগে ভাল ক্রিড়া নৈপুন্য প্রদর জন্য সোনার বাংলা ক্রিকেট ক্লাবের রাজু এবং মিনুল, কাঠালতলী ক্রিকেট ক্লাব এর সমস এবং মাসুমকে বিশেষ সম্মাননা দেয়া হয়। এ ছাড়াও সোনার বাংলা ক্রিকেট ক্লাব এর সকল সদস্যদের মেডেল পরিয়ে দেয়া হয়।

No comments:

Post a Comment