স্টাফ রিপোর্টার :যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন
সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ে ক্ষুব্ধ
ইসলামী ছাত্রশিবিরকর্মীরা কুমিল্লা শহরে ব্যাপক
ভাংচুর চালিয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার
দিকে ছাত্রশিবির কান্দিরপাড়
পূবালী চত্বর থেকে বিক্ষোভ
মিছিল বের করে। মিছিলটি শহরের দক্ষিণ
দিকে টমছম ব্রিজের
দিকে যাওয়ার পথে বিভিন্ন
হাসপাতাল ও
ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর
চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,
কান্দিরপাড়ে পূবালী ব্যাংকের
এটিম বুথ,
কয়েকটি স্টেশনারি দোকান,
লাকসাম রোডের মিডল্যান্ড
হাসপাতাল, টমছম ব্রিজের ইউনাইটেড হাসপাতাল,
আওয়ামী লীগ নেতা আবদুল
হাকিমের মালিকানাধীন
ফিরোজা পেট্রোল পাম্প,
দুইটি বাস, একটি ট্রাক ও
একটি অ্যাম্বুলেন্স ভাংচুর করা হয়। এদিকে সকালে জয়পুরহাটে শহরের
বাসস্ট্যান্ড
থেকে থেকে হিচমি বাজার পর্যন্ত
২ কিলোমিটার রাস্তা কাঠের
গুঁড়ি, ইট ও বিদ্যুতের
খাম্বা ফেলে অবরোধ করে জামায়াত-শিবিরকর্মীরা। পরে পুলিশ গিয়ে তাদের
হটিয়ে দিলে জয়পুরহাট-
বগুড়া সড়কে গাড়ি চলাচল
স্বাভাবিক হয় বলে জানান
জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর
রশীদ। জামায়াত-
শিবিরকর্মীরা পল্লী বিদ্যুৎ
এলাকায় প্রধানমন্ত্রীর
একটি নামফলক
এবং হিচমি বাজারের স্থানীয়
আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ড ভাংচুর করে।
সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ে ক্ষুব্ধ
ইসলামী ছাত্রশিবিরকর্মীরা কুমিল্লা শহরে ব্যাপক
ভাংচুর চালিয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার
দিকে ছাত্রশিবির কান্দিরপাড়
পূবালী চত্বর থেকে বিক্ষোভ
মিছিল বের করে। মিছিলটি শহরের দক্ষিণ
দিকে টমছম ব্রিজের
দিকে যাওয়ার পথে বিভিন্ন
হাসপাতাল ও
ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর
চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,
কান্দিরপাড়ে পূবালী ব্যাংকের
এটিম বুথ,
কয়েকটি স্টেশনারি দোকান,
লাকসাম রোডের মিডল্যান্ড
হাসপাতাল, টমছম ব্রিজের ইউনাইটেড হাসপাতাল,
আওয়ামী লীগ নেতা আবদুল
হাকিমের মালিকানাধীন
ফিরোজা পেট্রোল পাম্প,
দুইটি বাস, একটি ট্রাক ও
একটি অ্যাম্বুলেন্স ভাংচুর করা হয়। এদিকে সকালে জয়পুরহাটে শহরের
বাসস্ট্যান্ড
থেকে থেকে হিচমি বাজার পর্যন্ত
২ কিলোমিটার রাস্তা কাঠের
গুঁড়ি, ইট ও বিদ্যুতের
খাম্বা ফেলে অবরোধ করে জামায়াত-শিবিরকর্মীরা। পরে পুলিশ গিয়ে তাদের
হটিয়ে দিলে জয়পুরহাট-
বগুড়া সড়কে গাড়ি চলাচল
স্বাভাবিক হয় বলে জানান
জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর
রশীদ। জামায়াত-
শিবিরকর্মীরা পল্লী বিদ্যুৎ
এলাকায় প্রধানমন্ত্রীর
একটি নামফলক
এবং হিচমি বাজারের স্থানীয়
আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ড ভাংচুর করে।
No comments:
Post a Comment