Saturday, March 2, 2013

ছয়টি জেলার ১২টি এলাকায় ১৪৪ ধারা জারি..........

স্টাফ রিপোর্টার :- নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় দেশের ছয়টি জেলার ১২টি এলাকায় আজ শুক্রবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। সাতক্ষীরার পৌরএলাকা, কুষ্টিয়ার ছয়টি উপজেলা, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা, দিনাজপুরের রানীরবন্দর বাজার, রংপুরের পীরগাছা উপজেলাএবং কক্সবাজারের কুতুবদিয়া ও পেকুয়ায়এ আদেশ বহাল আছে। সাতক্ষীরা: সাতক্ষীরা প্রতিবেদক জানান, আজ ভোর ছয়টা থেকে জেলার পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন হাওলাদার এ আদেশ জারি করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী বিষয়টি নিশ্চিতকরেছেন।
কুষ্টিয়া অফিস জানায়, নাশকতার আশঙ্কায় কুষ্টিয়া, মিরপুর, ভেড়ামারা, কুমারখালী ও খোকসা পৌর এলাকায় এবং দৌলতপুর উপজেলায় ১৪৪ জারি করেছে প্রশাসন। আজ বেলা দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
জেলার ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেন। সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়েছে।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলার রায়গঞ্জ পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ রাত নয়টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে রায়গঞ্জের ইউএনও কার্যালয় জানিয়েছে।
রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হাই বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
দিনাজপুর: দিনাজপুর অফিস জানায়, আজ দুপুর ১২টায় দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের রানীরবন্দর বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা বহাল থাকবে।
পীরগাছা: পীরগাছা (রংপুর) প্রতিনিধি জানান, পীরগাছা উপজেলা প্রশাসন আজ সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে। পীরগাছার ইউএনও সরোয়ারজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্সবাজার: জেলার কুতুবদিয়া ও পেকুয়ায়আজ বেলা তিনটা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
পেকুয়ার ইউএনও নুরে-খাজা-আলামীন বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে এ আদেশ জারি করা হয়েছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আজ জুমার নামাজের পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সদরে এসে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করেন। পরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়।

No comments:

Post a Comment