ঢাকা-সিলেট মহাসড়ক
শ্রীমঙ্গলে ইউছুপপুর এলাকায়
একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ
হারিয়ে কলেজ ছাত্র নিহত এবং ্অপর এক
পঞ্চাশোর্ধ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
নিহত কলেজ ছাত্র শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের
শাহাজান আহমদের ছেলে শিপার আহমেদ
(২৫)। আহত ব্যক্তি কালীঘাট চা বাগানের
আলী আশরাফ (৫০)। নিহত শিপার সিলেট
এমসি কলেজের ডিগ্রীর ছাত্র।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, ৭ মার্চ বৃহস্পতিবার বিকেল
সাড়ে চারটারদিকে মৌলভীবাজার
জেলা সদর
থেকে একটি সিএনজি অটো রিক্সা যাত্রী নিয়ে শ্রীমঙ্গলের
উদ্দেশ্যে রওনা দেয়। শ্রীমঙ্গল সদর
ইউনিয়নের ইছবপুর কারিতাস নামকস্থানে আসা মাত্রই দ্রতগতি সম্পন্ন
অটোরিক্স্ চালক নিয়ন্ত্রন
হারিয়ে যাত্রী সহ
সিএনজি অটোরিক্সাটি ঘটনাস্থলে ডান
দিকে উল্টে রা¯Íার
পাশে জমিতে পড়ে গিয়ে দুই জন যাত্রী গুরুতর আহত হন। এদের
মধ্যে শিপার আহমেদ ও আলী আশরাফ (৫০)
কে উদ্ধার করে মৌলভীবাজার সদর
হাসপাতালে দ্রত নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসারত অবস্থায় কর্তব্যরত
ডাক্তার শিপার আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত
ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছেন। এদিকে পুলিশ ঘটনা স্থল
থেকে সিএনজি উদ্ধার করে থানায়
নিয়ে আসে। সিএনজি চালক পলাতক
রয়েছে।
শ্রীমঙ্গলে ইউছুপপুর এলাকায়
একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ
হারিয়ে কলেজ ছাত্র নিহত এবং ্অপর এক
পঞ্চাশোর্ধ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
নিহত কলেজ ছাত্র শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের
শাহাজান আহমদের ছেলে শিপার আহমেদ
(২৫)। আহত ব্যক্তি কালীঘাট চা বাগানের
আলী আশরাফ (৫০)। নিহত শিপার সিলেট
এমসি কলেজের ডিগ্রীর ছাত্র।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, ৭ মার্চ বৃহস্পতিবার বিকেল
সাড়ে চারটারদিকে মৌলভীবাজার
জেলা সদর
থেকে একটি সিএনজি অটো রিক্সা যাত্রী নিয়ে শ্রীমঙ্গলের
উদ্দেশ্যে রওনা দেয়। শ্রীমঙ্গল সদর
ইউনিয়নের ইছবপুর কারিতাস নামকস্থানে আসা মাত্রই দ্রতগতি সম্পন্ন
অটোরিক্স্ চালক নিয়ন্ত্রন
হারিয়ে যাত্রী সহ
সিএনজি অটোরিক্সাটি ঘটনাস্থলে ডান
দিকে উল্টে রা¯Íার
পাশে জমিতে পড়ে গিয়ে দুই জন যাত্রী গুরুতর আহত হন। এদের
মধ্যে শিপার আহমেদ ও আলী আশরাফ (৫০)
কে উদ্ধার করে মৌলভীবাজার সদর
হাসপাতালে দ্রত নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসারত অবস্থায় কর্তব্যরত
ডাক্তার শিপার আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত
ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছেন। এদিকে পুলিশ ঘটনা স্থল
থেকে সিএনজি উদ্ধার করে থানায়
নিয়ে আসে। সিএনজি চালক পলাতক
রয়েছে।
No comments:
Post a Comment