মৌলভীবাজারের বড়লেখা মোহাম্মদীয়া ফাযিল
মাদ্রাসায় শিবির ও তালামীয সমর্থক শিÿার্থীদের মধ্যে শনিবার দুপুরে
ঘন্টাব্যাপী সংঘর্ষে পথচারীসহ উভয়পÿের ১০ জন আহত হয়েছে।
প্রত্যÿদর্শী ও থানা পুলিশসহ একাধিক সূত্র জানায়, পৌর শহরে অবস্থিত মোহাম্মদীয়া ফাযিল মাদ্রাসায় দাখিল পরীÿা চলাকালে হলে শিবির ও তালামীয সমর্থক পরীÿার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরীÿা শেষ হওয়ার পরই কেন্দ্রের বাইরে উভয়পÿের মধ্যে সংঘর্ষ বাধে। উভয়পÿের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিÿেপের সময় জাহাঙ্গীর আলম জাবের, আলী হোসেন ও জুবেদ আহমদ নামের তিন তালামীয কর্মী, শিবিরের শরীফ আহমদসহ দুই কর্মী এবং অজ্ঞাত দুই পথচারীসহ অন্ত্মত ১০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্ েভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তালামীয সমর্থক শিÿার্থীরা অভিযোগ করে জানায়, মাদ্রাসার অধ্যÿ মাওলানা নিজাম উদ্দিনের প্ররোচনায় শিবির তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এ ঘটনার প্রতিবাদে বিকেলে শহরে বিশাল বিÿোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ।
এ ব্যাপারে শিবিরের শহর শাখার সেক্রেটারী রম্নহুল আম্বিয়া সুমন জানান, মাদ্রাসার সংঘর্ষের সাথে শিবিরের কোন সম্পৃক্ততা নেই। মাদ্রাসার পরীÿার্থীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। শিবিরের সাথে সংঘর্ষ ঘটেনি।
মাদ্রাসার অধ্যÿ মাওলানা নিজাম উদ্দিন জানান, পরীÿা শেষ হওয়ার পর প্রতিষ্ঠানের বাইরে পরীÿার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তালামীযের অভিযোগের বিষয়টি তিনি অস্বীকার করেন।
প্রত্যÿদর্শী ও থানা পুলিশসহ একাধিক সূত্র জানায়, পৌর শহরে অবস্থিত মোহাম্মদীয়া ফাযিল মাদ্রাসায় দাখিল পরীÿা চলাকালে হলে শিবির ও তালামীয সমর্থক পরীÿার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরীÿা শেষ হওয়ার পরই কেন্দ্রের বাইরে উভয়পÿের মধ্যে সংঘর্ষ বাধে। উভয়পÿের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিÿেপের সময় জাহাঙ্গীর আলম জাবের, আলী হোসেন ও জুবেদ আহমদ নামের তিন তালামীয কর্মী, শিবিরের শরীফ আহমদসহ দুই কর্মী এবং অজ্ঞাত দুই পথচারীসহ অন্ত্মত ১০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্ েভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তালামীয সমর্থক শিÿার্থীরা অভিযোগ করে জানায়, মাদ্রাসার অধ্যÿ মাওলানা নিজাম উদ্দিনের প্ররোচনায় শিবির তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এ ঘটনার প্রতিবাদে বিকেলে শহরে বিশাল বিÿোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ।
এ ব্যাপারে শিবিরের শহর শাখার সেক্রেটারী রম্নহুল আম্বিয়া সুমন জানান, মাদ্রাসার সংঘর্ষের সাথে শিবিরের কোন সম্পৃক্ততা নেই। মাদ্রাসার পরীÿার্থীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। শিবিরের সাথে সংঘর্ষ ঘটেনি।
মাদ্রাসার অধ্যÿ মাওলানা নিজাম উদ্দিন জানান, পরীÿা শেষ হওয়ার পর প্রতিষ্ঠানের বাইরে পরীÿার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তালামীযের অভিযোগের বিষয়টি তিনি অস্বীকার করেন।
No comments:
Post a Comment