স্টাফ রিপোর্টার :- দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় র্যাব-পুলিশের
সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০
জন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সাতকানিয়া থানার
ওসি (তদন্ত) মুহাম্মদ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।নিহতরা
হলেন শহিদুল ইসলাম (২৫) ও আবু তাহের (৩৫)। শহিদুল ছদাহা এলাকার আজিমপুর
গ্রামেরবাসিন্দা। আর আবু তাহের ছোট ঢেমশার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে সাতকানিয়ার হাসমত আলী শিকদার
এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবরোধ করেন জামায়াত-শিবির কর্মীরা। এ
সময় র্যাব-পুলিশ অবরোধ তুলতে গেলে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের গুলিতে এ
হতাহতের ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় সাতজন
ভর্তি হয়েছেন। এলাকায় বিপুলসংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার জামায়াত নেতা মাওলানা দেলাওয়ারহোসাইন সাঈদীর
ফাঁসির রায় ঘোষণার পর সারা দেশে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে
পুলিশেরব্যাপক সংঘর্ষ হয়। এসব সংঘর্ষে এ পর্যন্ত ৬০ জনের বেশি লোক মারা
গেছেন।

No comments:
Post a Comment