স্টাফ রিপোর্টার :- দেশব্যাপী জামায়াত-শিবিরের
তাণ্ডবে সীমান্তে রেডএলার্ট
জারি করেছে ভারতীয় সীমান্ত
রক্ষী বাহিনী (বিএসএফ)।
অন্যদিকে শুক্রবার সকাল
থেকে লালমনিরহাটের গোটা সীমান্তে সতর্কবস্থায়
রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ
(বিজিবি)।
ভারতীয় সীমান্তে রেডএলার্ট
জারি করে বিএসএফ টহল বৃদ্ধি করায়
লালমনিরহাটের সীমান্তবাসীর
মাঝে আতঙ্ক বিরাজ করছে।
সীমান্ত সূত্রগুলো জানিয়েছে,
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ভারতীয়
সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন
করে টহল বাড়ানো হয়েছে।
এদিকে বিজিবি সতর্কতাবস্থায়
থেকে টহল বাড়িয়েছে। তবে অপ্রীতিকর
কোন ঘটনার খবর পাওয়া যায়নি।
হাতীবান্ধা উপজেলার আমঝোল গ্রামের
মজিবর রহমান ও সফিকুল ইসলাম জানান,
প্রতি দিন সন্ধ্যার দিকে বিএসএফ
সীমান্তে সার্চলাইটগুলো ২ থেকে ৩
ঘণ্টা জ্বালিয়ে রাখলেও বৃহস্পতিবার
সারারাত সেগুলো জ্বালিয়ে রেখে সীমান্ত
জুড়ে মহড়া দিয়েছে।
পাটগ্রাম উপজেলার পানবাড়ী গ্রামের
ওসমান আলী জানান, ভারতে তার
নিকটবর্তী আত্মীয়র সাথে মোবাইল
ফোনে কথা বলে জেনেছেন, বিএসএফ
বাংলাদেশের গত বৃহস্পতিবারের
তাণ্ডবে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সীমান্তে রেড
এলার্ড জারি করেছে।
ওসমান জানান, বিএসএফস তাদের আপাতত
সীমান্তের কাছে খেতে কাজ না করার
পরামর্শ দিয়েছে।
এ ব্যাপারে বিজিবি লালমনিরহাট ৩১
ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল
মেহেদী হাসান জানান, সীমান্তে রেড
এলার্টের কোনো খবর জানা নেই।
তবে বিএসএফ সীমান্তে অতিরিক্ত সৈন্য
মোতায়নসহ টহল বাড়িয়েছে। পাশাপাশি বিজিবিও সতর্কাবস্থায়
আছে।
তাণ্ডবে সীমান্তে রেডএলার্ট
জারি করেছে ভারতীয় সীমান্ত
রক্ষী বাহিনী (বিএসএফ)।
অন্যদিকে শুক্রবার সকাল
থেকে লালমনিরহাটের গোটা সীমান্তে সতর্কবস্থায়
রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ
(বিজিবি)।
ভারতীয় সীমান্তে রেডএলার্ট
জারি করে বিএসএফ টহল বৃদ্ধি করায়
লালমনিরহাটের সীমান্তবাসীর
মাঝে আতঙ্ক বিরাজ করছে।
সীমান্ত সূত্রগুলো জানিয়েছে,
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ভারতীয়
সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন
করে টহল বাড়ানো হয়েছে।
এদিকে বিজিবি সতর্কতাবস্থায়
থেকে টহল বাড়িয়েছে। তবে অপ্রীতিকর
কোন ঘটনার খবর পাওয়া যায়নি।
হাতীবান্ধা উপজেলার আমঝোল গ্রামের
মজিবর রহমান ও সফিকুল ইসলাম জানান,
প্রতি দিন সন্ধ্যার দিকে বিএসএফ
সীমান্তে সার্চলাইটগুলো ২ থেকে ৩
ঘণ্টা জ্বালিয়ে রাখলেও বৃহস্পতিবার
সারারাত সেগুলো জ্বালিয়ে রেখে সীমান্ত
জুড়ে মহড়া দিয়েছে।
পাটগ্রাম উপজেলার পানবাড়ী গ্রামের
ওসমান আলী জানান, ভারতে তার
নিকটবর্তী আত্মীয়র সাথে মোবাইল
ফোনে কথা বলে জেনেছেন, বিএসএফ
বাংলাদেশের গত বৃহস্পতিবারের
তাণ্ডবে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সীমান্তে রেড
এলার্ড জারি করেছে।
ওসমান জানান, বিএসএফস তাদের আপাতত
সীমান্তের কাছে খেতে কাজ না করার
পরামর্শ দিয়েছে।
এ ব্যাপারে বিজিবি লালমনিরহাট ৩১
ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল
মেহেদী হাসান জানান, সীমান্তে রেড
এলার্টের কোনো খবর জানা নেই।
তবে বিএসএফ সীমান্তে অতিরিক্ত সৈন্য
মোতায়নসহ টহল বাড়িয়েছে। পাশাপাশি বিজিবিও সতর্কাবস্থায়
আছে।
No comments:
Post a Comment