Saturday, March 2, 2013

প্রজন্ম চত্বরে খালেদা জিয়াকে হত্যার হুমকি,,..........

স্টাফ রিপোর্টার :-শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনের ফেসবুকের অফিসিয়াল ফ্যান পেজে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার ইচ্ছা প্রকাশ করে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে। স্ট্যাটাসটিতে বেগম খালেদা জিয়ার একটি উদ্ধৃতি দিয়ে তাকে হত্যা করার ইচ্ছা প্রকাশ করা হয়। তাৎক্ষণাৎ বেগম খালেদা জিয়ার ফেসবুকের অফিসিয়াল ফ্যান পেজেও এই স্ট্যাটাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি স্ট্যাটাস দেওয়া হয়।
প্রজন্ম চত্বরের অফিসিয়াল ফ্যান পেজে যে স্ট্যাটাসটি দেওয়া হয়েছে তা হল-
‘ আমি রাগে অনবরত কাপতেছি
ক্ষোভে অভিমানে ভাষায় প্রকাশ করতে পারবোনা
দেশে গনহত্যা চালাচ্ছে সরকার!!! - খালেদা জিয়া
আমার মন চাইতেছে খালেদা রে মাইরা গণহত্যা শুরু করি >_<’।
অপরদিকে এই স্ট্যাটাসেরভিত্তিতে বেগম খালেদা জিয়ার ফেসবুকের অফিসিয়াল ফ্যান পেজে ওই স্ট্যাটাসের স্ক্রীণসট ছবি দিয়ে উদ্বেগ প্রকাশ করে যে স্ট্যাটাসটি দেওয়া হয়েছে তা হল-
‘বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার ইচ্ছা প্রকাশ করেছে শাহবাগের আন্দোলনকারীরা। ‘প্রজন্ম চত্ত্বর’ কোন ব্যক্তির নয়, এটা ঐ আন্দোলনের অফিসিয়াল পেজ। কাজেই হুমকীটা গুরুত্বের সাথে নেয়া প্রয়োজন্।‘
প্রজন্ম চত্বরের স্ট্যাটাসের লিঙ্ক: https://.facebook.com/PrajanmaChattar/posts/502476876476063
বেগম খালেদা জিয়ার অফিসিয়াল ফ্যান পেজের স্ট্যাটাস লিঙ্ক: https://.facebook.com/photo.php?fbid=10152637660385691&set=a.10150162559705691.426399.16161075690&type=1&relevant_count=1

No comments:

Post a Comment