Sunday, March 3, 2013

পুলিশের নির্বিচারে গন হত্যার প্রতিবাদে বড়লেখা উপজেলার অফিস বাজার গ্রামে নারী পুরুষের এক বিক্ষোভ মিছিল..........

বড়লেখা অফিস বাজার থেকে:-
পুলিশের নির্বিচারে গুলি,গন হত্যার প্রতিবাদে এবং আল্লামা দেলোয়ার হোসাইন সাইদী মউক্তির দাবিতে দেশ ব্যাপি চলছে জামাতের ডাকা ২দিন ব্যাপি হরতালের ১ম দিন। ্সারা দেশের ন্যে বড়লেখা উপজেলায় ঢিলেডালা ভাবে হরতাল পালিত হচ্ছে।
ছবিটি নগরির সুজাউল,ওফিশ বাজার থেকে তুলা। হরতাল চলাকালিন সময় এলাকার নারী, পুরুশ এবং শিশুরা রাস্তায় নেমে আসে। এ সময় তারা টায়ার জালিয়ে এবং গাছ ফেলে সরক অবরুধ করে রাখে। এ পর্জন্ত কোন সহিংসতার খবর পাওয়া জায় নি।

No comments:

Post a Comment