Saturday, March 2, 2013

আল্লামা দেলোয়ার হুসেন সাইদির মুক্তির দাবিতে বড়লেখা জামাত শিবিরে এক ভিক্কুব মিছিল

বড়লেখা প্রতিনিধি:- আল্লামা দেলয়ার হুসাইন সাইদীর ফাসির রায় দেয়ার পর বড়লেখার দক্ষিনভাগ বাজারে হরতাল সমর্তনে কয়েক হাজার শিবির কর্মি এবং স্বাধারন জনতা ধির্গ ৩ঘন্টা সড়ক অবরুধ করে রাখেন।এ সময় বিক্ষুব্দ জনতা টায়ার জালিয়ে এবং কয়েকটি ব্যাবসা প্রতিস্টানে ভাঙ্গচুর চালান। কোন হতাহতের খবর পাওয়া জায় নি। বর্তমানে দক্ষিনভাগ এক রনাঙ্গনে পরিনত হয়েছে।
হরতাল চলাকালে পুলিশের অবস্তান দেখতে পাওয়া যায় নি।

No comments:

Post a Comment