Saturday, March 2, 2013

সাঈদীর রায়: আন্দোলনে নামছে পশ্চিমবঙ্গের ১২ ইসলামী সংগঠন।

স্টাফ রিপোর্টার :-
আগামী ২৬ মার্চ পশ্চিমবঙ্গের
১২টি ইসলামপন্থী সংগঠনের ডাকে কলকাতায় মহাসমাবেশের
ডাক দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায়
কলকাতার
চাঁদনিচকে সংগঠনগুলো জরুরি এক
বৈঠকে এই সিদ্ধান্ত
নিয়েছে। বৈঠকে বিশেষ ট্রাইব্যুানালের দেলওযার হোসেন
সাঈদীদের ফাঁসির রায় প্রত্যাহেরও
দাবি জানিয়ে সর্বসম্মতিক্রমে প্রস্তুাব
পাশ করেন
শীর্ষস্থানীয় এসব
ইসলামপন্থী সংগঠনগুলোর নেতারা। যদিও আন্দোলনে ফুরফুরা শরিফ, টিপ
সুলতান মসজিদের ইমাম
এবং সিদ্দিকুল্লাহর মতো রাজ্যের
প্রভাবশালী ইসলামপন্থী নেতারা এখন
তাদের নিজস্ব
অবস্থান নিয়ে শুক্রবার পর্যন্ত মুখ খোলেননি।
কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের
বাইরে অন্য দিনের মতোই
নিরাপত্তা ছিল শুক্রবারও। কলকাতার
নিযুক্ত বাংলাদেশের
ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলামের অতিরিক্ত
কোনো নিরাপত্তা ব্যবস্থা করা হয়নি।
তবে হাইকমিশন
থেকে রাজ্য প্রশাসনের
সঙ্গে নিরাপত্তা নিয়ে সার্বক্ষণিক
যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে দূতাবাসের
কর্মকর্তা জানিয়েছেন।
তবে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ
সীমান্তে রেড এলার্ড জারির
কথা অস্বীকার করেছেন রাজ্য পুলিশের
ডিজি নপরাজিত বন্দ্যোপাধ্যায়। এমনকি বিএসএফ’র
পূর্বাঞ্চল বিভাগের
এডিজি বি ডি শর্মাও একই কথা বলেন।
এদিকে সারা বাংলা সংখ্যালঘু যুব-
ফেডারেশনের রাজ্য সম্পাদক
মহম্মদ কারারুজ্জামান বৈঠক শেষে সাংবাদিকদের বলেন,
“মাওলানা দেলাওয়ার হোসেন
সাঈদী পশ্চিমবঙ্গেও সমান
জনপ্রিয় ইসলামী পণ্ডিত।
এভাবে তাকে মানবতাবিরোধী অভিযোগে অভিযুক্ত
করে ফাঁসির সাজা দেয়া ইসলামবিরোধী। ইসলামের
অবমাননা। এ কারণেই
পশ্চিমবঙ্গবাসী সব মুসলিমদের
পক্ষে আমাদের এই কর্মসূচি।”
পশ্চিমবঙ্গ মাদ্রাসা ইউনিয়ন, অল
বেঙ্গল মাইনোরেটি অ্যাসোসিয়েশন,
আশিকানে রাসুল কমিটি, অল
মিল্লি কাউন্সিল, সুন্নত-ওয়াল-জামাত
কমিটি, অল বেঙ্গল
মুসলিম থিঙ্ক ট্যাঙ্ক,
আমিনিয়া জমিয়তে মুত্তাকিন কমিটি এবং সারা বাংলা সংখ্যালঘু যুব
ফেডারেশনের
নেতারা শনিবার কলকাতা প্রেস
ক্লাবে সাংবাদিক সম্মেলন
করে আগামী দিনের ইস্যুতে আন্দোলনের
ঘোষণা করবেন বলেও জানানো হয়।

♦তথ্য সূত্র প্রথম কমেন্টে।

No comments:

Post a Comment