Saturday, March 2, 2013

মৌলভীবাজারে কাজের ছেলেকে গলাটিপে হত্যা........

বড়লেখা প্রতিনিধি:- মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজারের নিতেশ্বর গ্রামের শফিকুর রহমান লন্ডনীর বাড়ির একই গ্রামের কাজের ছেলে বদরুল (১২) কে ২৮ ফেব্রুয়ারী বৃহঃবার রাত ১১টায় শফিকুর রহমানের ছেলে ওয়ারিছ (৩৫) ইলিকট্রিক ওয়ার দিয়ে মারপিট করে পরে গলাটিপে হত্যা করে। স্থানীয় এলাকাবাসী জানান,পাষন্ড ওয়ারিছের স্ত্রীর সাথে দীর্ঘদিন যাবৎ কলহ-বিবাদ চলে আসছিল। গত রমযানে ওয়ারিছ তার স্ত্রীকে মারধর করলে ছোট মেয়েকে নিয়ে স্ত্রী বাপের বাড়ি চলে যায়। বড় ছেলে স্কুলে পড়ালেখার কারণে পিতা ওয়ারিছের সাথে থেকে যায়। ওয়ারিছ প্রায়ই মারধর করতো কাজের ছেলে বদরুলকে। বদরুল এর বড় বোন রুজিনা (১৪) ঐ বাড়িতেই কাজ করতো, বদরুলকে মারধর এর ঘটনা পিতা আব্দুর রহিমকে তাৎক্ষনিক খবর দিলে ছেলে বদরুলকে বাড়ি নিয়ে যায়। দিন মজুর আব্দুর রহিম এর অনুপস্থিতিতে পাষন্ড ওয়ারিছ ছেলেকে আবার নিয়ে আসে। এই নিয়ে আসা বদরুলের কাল হয়ে দাড়ায়। তুচ্ছ কাজের জন্য একটু দেরি হলে রাগান্বিত হয়ে ওয়ারিছ বদরুলকে বৃহঃবার রাত ১১টায় গলাটিপে হত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্বার করে মর্গে নিয়ে আসে। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্র্জ আজিজুর রহমান জানান, গতরাত সাড়ে ১১টায় পাষন্ড ওয়ারিছকে গ্রেফতার করেছে পুলিশ। এ খবরলিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

No comments:

Post a Comment