Saturday, March 2, 2013

রোববার থেকে টানা তিন দিনের হরতাল.........

স্টাফ রিপোর্টার:-
রোববার থেকে টানা তিন দিনের হরতালের কবলে পড়ছে দেশ। রোব ও সোমবার হরতাল ডেকেছে জামায়াতেইসলামী। আর শুক্রবার প্রধান বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া মঙ্গলবার হরতালের ডাক দিয়েছেন। বৃহস্পতিবার জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড ঘোষণার পর সারা দেশে জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে প্রায় ৫০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে জামায়াত। এর প্রতিবাদে দলটি রোব ও সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।
এর একদিন পর শুক্রবার বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সংবাদ সম্মেলনে মঙ্গলবার হরতালের ডাক দেন। সব মিলিয়ে টানা তিন দিনের হরতালের কবলে পড়ছে দেশ।

No comments:

Post a Comment