Saturday, March 2, 2013

আওয়ামী সরকারের ‘গণহত্যা’র প্রতিবাদে জেলা ও মহানগর বিএনপি’র বিক্ষোভ মিছিল...........

স্টাফ রিপোর্টার :-
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীতে শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে জেলা ও মহানগর বিএনপি। জেলা বিএনপি : বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপি’র উদ্যোগে শনিবার বেলা ২টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করবে। এতে দলের সকলপর্যায়ের নেতাকর্মীকে অংশ গ্রহণের আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্যদিলদার হোসেন সেলিম। মহানগর বিএনপি : দেশব্যাপী আওয়ামীলীগ সরকারের ‘গণহত্যা’র প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগরবিএনপি’র উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। আজ শনিবার বিকেল ৩টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে এই মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে মহানগরবিএনপির সকল ওয়ার্ড ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ গণতন্ত্রগামী সকল জনতাকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি এম এ হক ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী। এদিকে, আজকের বিক্ষোভ মিছিল সর্বাত্মক সফলের লক্ষ্যে সিলেটের সর্বস্তরের মানুষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আরিফুল হক চৌধুরী, ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী ও আবুল কাহের চৌধুরী শামীম। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান দুর্যোগময় মূহুর্তে কোনো জিয়া সৈনিকদের আর ঘরে বসে থাকার সময় নেই। মিছিলকে সর্বাত্মক সফল করা সকলের ঈমানী দায়িত্ব হয়ে পড়েছে।

No comments:

Post a Comment